বিশ্বকাপের ইতিহাস বলছে এর আগে একমাত্র একবারেই নিজেদের প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ জিতেছে এমন দেশ একটিই। ২০১০-এর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ০-১ গোলে পরাজিত হয়েও বিশ্বকাপ জিতেছিল দেল বস্কির প্রশিক্ষণাধীন তিকিতাকা স্পেন। আর ১৯৯০-এর ইতালি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রজার মিল্লার ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরেও ফাইনালে পৌছে জার্মানির কাছে হেরে গিয়ে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এবার কি তাই হবে?
by দেবাশিস মজুমদার | 22 November, 2022 | 1039 | Tags : Arjentina Maradona Saudi Arab Fifa World Cup 2022 Messi